৫ম বারের মতো বাড়লো এলপি গ্যাসের দাম

৫ম বারের মতো বাড়লো এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক

 

 

টানা ৫ম বারের মতো বৃদ্ধি করা হয়েছে রান্না কাজে বহুল ব্যহহৃত এলপি গ্যাসের দাম। ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৮১ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।

আজ রোববার (৩ ডিসেম্বর ) বিকেল ৩টায় নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি),। আজ সন্ধ্যা থেকে ঘোষিত এই দাম কার্যকর হবে।

এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

 

এছাড়াও এর আগে আগস্ট মাসে ১৪১ টাকা, সেপ্টেম্বরে ১৪৪ টাকা, অক্টোবরে ৭৯ টাকা বৃদ্ধি করেছে বিইআরসি।

জাতীয় শীর্ষ সংবাদ