নামকরা সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ, ইংরেজি ও বাংলা মাধ্যম স্কুল এবং সরকারি-বেসরকারি বিশেষায়িত সব হাসপাতাল ঢাকায়। দেশের অন্যান্য বিভাগ ও জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতাল থাকলেও মানসম্মত না হওয়ায় পড়তে এবং চিকিৎসা নিতে সবাই আসছে রাজধানীতে। অন্যান্য বিভাগীয় শহরের তুলনায় ঢাকাই হয়ে উঠেছে মানুষের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রাপ্তির কেন্দ্রস্থল। ফলে প্রতিনিয়ত সারা দেশের মানুষ ঢাকামুখী হচ্ছে। এতেই চাপ পড়ছে ঢাকার ওপর।
পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ঢাকার দুই সিটি করপোরেশনের মোট জনসংখ্যা ১ কোটি ২ লাখ ৯৫ হাজার ৭৮৬। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংখ্যা ৫৯ লাখ ৯০ হাজার ৭২৩। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংখ্যা ৪৩ লাখ ৫ হাজার ৬৩। তবে ঢাকার দুই সিটি করপোরেশনের তথ্যমতে, প্রকৃত জনসংখ্যা প্রায় ১ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ঢাকা দক্ষিণে ১ কোটি ২০ লাখ। আর ঢাকা উত্তর সিটিতে লোকসংখ্যা ৫৫ লাখ। আর জনঘনত্বের হিসাবে ৬৩ শতাংশ এলাকায় প্রতি একরে ৩০০-এর বেশি মানুষ বসবাস করে। বিশাল এ জনসংখ্যার চাপে বেসামাল হয়ে পড়ছে এই রাজধানী। পাশাপাশি সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল সবকিছুই গড়ে উঠছে মহানগরকে কেন্দ্র করে। এসব কারণেই মানুষ ঢাকায় ছুটে আসছে।বিস্তারিত