বলিউডে প্রাণ ফিরেছে যেভাবে

বলিউডে প্রাণ ফিরেছে যেভাবে

গত রবিবার রাতে কলকাতার একটি সিনেমা হলের চিত্র ভারতীয় ‘জি সিনেমা’ অনলাইনের সাংবাদিক অনুষ্টুপ রায় বর্মণ এভাবেই তুলে ধরেছেন। তার বর্ণনায়- ‘রাত ১১টা। সল্টলেকের অফিসপাড়ায় এক মাল্টিপ্লেক্সের সামনে উপচে পড়ছে ভিড়। চারদিকে  দেখা যাচ্ছে সারি সারি কালো মাথার ঢল। চলন্ত সিঁড়ি দাঁড় করিয়ে দিতে হয়েছে যাতে মানুষ দাঁড়াতে পারে। না না, কিং খান বা ভাইজান নয়। ভিড় অ্যানিমেলের। হ্যাঁ সন্দীপ রেডি ভাঙার অ্যানিমেল। হ্যাঁ রণবীর কাপুরের অ্যানিমেল এবং অবশ্যই ববি দেওলের অ্যানিমেল। কলকাতা শহরে রণবীর কাপুরের এত  ক্রেজ ছিল না, সুদূর অতীতে তার কোনো সিনেমা নিয়ে এত মাতামাতি হয়েছে বলে মনে পড়ে না। এই শহর  যেমন প্রাচীন তেমনই একটু প্রাচীনপন্থি এই শহরের সিনেমা ভালো লাগা। ছোটবেলা থেকে সিঙ্গেল স্ক্রিনের সামনে শাহরুখ থেকে সালমানের পাহাড়প্রমাণ কাটআউটে মালা পরিয়ে সিনেমা দেখতে যাওয়া দর্শক হঠাৎ চকলেট হিরোর প্রেমে কবে পড়ল? হ্যাঁ, রণবীর ফিরলেন বীরের বেশে। সাম্প্রতিক সময়ে শাহরুখ আর সানি দেওলের পথে হেঁটে রণবীরও প্রাণ ফিরিয়ে আনলেন মৃতপ্রায় বলিউড সাম্রাজ্যের। কমপক্ষে ২০২০ সালে অতিমারি করোনার ছোবল আর এর আগে পরে দক্ষিণী সিনেমার দাপটে যেন মুখ থুবড়ে পড়েছিল বলিউড। বাঘা নির্মাতা আর আর্টিস্ট, সবার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল ক্রমে। সালমান শাহরুখের মতো দুর্ধর্ষ শিল্পীরা বলিউডের বিধ্বস্ততায় বাধ্য হয়ে দক্ষিণী অভিমুখে যাত্রার সিদ্ধান্ত একরকম নিয়েই ফেলেছিলেন। বলিউডের দেয়ালে কান পাতলেই শুধু  শোনা যেত হাহাকার আর হতাশা। অবস্থা যখন একবারেই নাভিশ্বাসে তখনই বলা যায় বিধাতার কৃপায়  যেন বলিউডের খরা জমিনে নামল স্বস্তির বৃষ্টি। চলতি বছরের ২৫ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পেল শাহরুখ খান-দিপীকা অভিনীত ‘পাঠান’ ছবিটি। মুক্তির পর পরই এই ছবির সাজ সাজ রব ফিরিয়ে দিল বলিউডের হারানো ঐতিহ্য। ২২৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবিটি বিশ্বজুড়ে আয় করল ১০৫০. ৩০ কোটি রুপি।বিস্তারিত

বিনোদন শীর্ষ সংবাদ