বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বিএনপি, আছে গোয়েন্দা তথ্য: কাদের

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বিএনপি, আছে গোয়েন্দা তথ্য: কাদের

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা গণতন্ত্র নিয়ে লড়াই করছি। সংবিধান রক্ষা, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এর জন্য এই নির্বাচন আমরা করতে চাই। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে চাই।

আজ বুধবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি মানবাধিকার দিবসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে- নিজের এমন বক্তব্যের সত্যতা জানতে চাইলে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘আমরা খোঁজখবর নিয়েই কথা বলি। সরকারি দল হিসেবে আমাদের জানার সুযোগ বেশি। আমাদের এখানে গোয়েন্দা ফেলউরের কোন বিষয় নেই। গোয়েন্দা সূত্র সহ বিভিন্ন সূত্র আছে, আমরা তেমনই তথ্য পেয়েছি। এর আগেও তাদের সম্পর্কে যেসব তথ্য পেয়েছি কোনটাই বাস্তবে ভুল প্রমাণিত হয়নি।’

বিএনপি অফিসে তালা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের অফিসে তারা নিজেরাই তালা দিয়েছে। আমরা কি করব। তাদের এত সাহস থাকলে সকাল বেলা কুয়াশার মধ্যে কোথা থেকে কাকে কাকে নিয়ে নিজেদেরই ছবি তোলে, নিজস্ব উপায়ে। ঝটিকা মিছিল করে। ওই যে তাদের আবাসিক প্রতিনিধি। এখন আর আবাসিক নেই। এখন অনাবাসিক প্রতিনিধি।’

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দপ্তর সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজনীতি শীর্ষ সংবাদ