আমাদের সবার জানা আছে, পৃথিবীর ৭১ শতাংশ জলে আচ্ছাদিত এবং মহাসাগরগুলো বিশ্বের প্রায় ৯৫ শতাংশ জল ধারণ করে আছে। সমগ্র বিশ্বের এই বিশাল সমুদ্রের মধ্যে হাজার হাজার ছোট, বড় ও মাঝারি দ্বীপ ছড়িয়ে-ছিটিয়ে আছে। এদের মধ্যে কোথাও রয়েছে জনবসতি, কতকগুলো এখনো বিচ্ছিন্ন এবং অনেক দ্বীপপুঞ্জ এখনো মানুষের কাছে অজানা। তেমনি কিছু দ্বীপরাষ্ট্রের খবরাখবর নিয়েই আজকের আয়োজন…
বৈচিত্র্যময় ইন্দোনেশিয়া
পৃথিবীর বড় দ্বীপরাষ্ট্র
এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের মাঝে অবস্থিত দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশ। এ ছাড়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। প্রচলিত তিন শতাধিক ভাষায় সমৃদ্ধ এবং দেশটি জাতিগতভাবেও বেশ বৈচিত্র্যময়। গ্রামীণ শিকারি সম্প্রদায় থেকে অভিজাত শহর পর্যন্ত প্রায় সব ধরনের মানুষের বাস দেশটিতে। মজার ব্যাপার- ইন্দোনেশিয়ায় ১৭ হাজারের বেশি দ্বীপ রয়েছে। যার মধ্যে ১৬ হাজার ৫৬টি জাতিসংঘ দ্বারা স্বীকৃত। এর মধ্যে মাত্র ৬ হাজার মানুষের বসবাস। আয়তনে ইন্দোনেশিয়া প্রায় ৪ লাখ ৪৩ হাজার ৬৬ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। সুমাত্রা বৈচিত্র্যময় দেশটির বৃহত্তম দ্বীপ এবং বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দ্বীপ। তবে সারা বছরই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঝুঁকিতে থাকে সুমাত্রা দ্বীপটি।বিস্তারিত