দুঃসাহসী পর্যটন

দুঃসাহসী পর্যটন

পৃথিবীর আনাচেকানাচে এমন কিছু পর্যটন কেন্দ্র রয়েছে; যেখানে মানুষের আনন্দে ঘুরে বেড়ানোর চেয়ে বিপদমুখী হওয়ার সম্ভাবনাই বেশি। এমন কিছু পর্যটন কেন্দ্র নিয়ে রকমারি ডেস্কের আয়োজন…

 

 

 

মাত্র তিন ফুটের রাস্তা

পার হতে প্রাণ যায় পর্যটকদের

ক্যামিনিটো দেল রে স্প্যানিস রাজা আলফোনসো ১৩-এর সময়ের সুন্দর একটি পর্যটন স্থান ও হাঁটার জায়গা হিসেবে পরিচিত ছিল। কিন্তু বর্তমানে সেই নান্দনিক স্থানটি একটি ভয়ংকর মৃত্যুপুরী। পরবর্তীতে গেনটানিস জর্জ এখানে দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেন। এ মানুষটি পাহাড়ের মধ্যে পথটি স্থাপন করেন যার দৈর্ঘ্য মাত্র ১ মিটার (সোয়া ৩ ফিট)। বর্তমানেও একই অবস্থায় আছে অসাধারণ পথটি। পথটি নিছক ক্লিফ-এর মতো লম্বায় ১০০ মিটার (৩২৫ ফিট)। এটি টেকনিক্যালি জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়। ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত এখানে পাঁচটি নিহতের ঘটনা ঘটে। কিন্তু প্রতি বছর আগ্রহী অনেক অভিযাত্রীর জন্য এটাকে বন্ধ করা যায়নি। প্রতিবছরই এখানে পাহাড়ের পথ পার হওয়ার সময় পড়ে গিয়ে ভগ্নদশা তৈরি হয়। অর্থাৎ কারও হাত ভাঙে, কারও পা, আবার কাউকে জীবনের জন্য পঙ্গুত্ববরণ করে নিতে হয়। দুঃসাহসিকতার জন্য এই ভয়ানক সোয়া তিন ফিটের রাস্তা পার হতে যান অনেক আরোহণকারী।বিস্তারিত

বিচিত্র খবর শীর্ষ সংবাদ