বগুড়ার অমিয় চক্রবর্তীর হাত ধরে চলচ্চিত্রে দিলীপ কুমার

বগুড়ার অমিয় চক্রবর্তীর হাত ধরে চলচ্চিত্রে দিলীপ কুমার

আজ বলিউড মুঘল দিলীপ কুমারের ১০১তম জন্মদিন। এ দিনে মজার একটি তথ্য পাঠকদের সামনে উপস্থাপন করব। সেটি হলো বলিউডে দিলীপ কুমারের অভিষেক হয়েছিল একজন বাংলাদেশির হাত ধরে। শুনেই খটকা লাগল তো? কিন্তু এটাই সত্য। দিলীপ কুমার ‘জোয়ার ভাটা’ চলচ্চিত্রের মাধ্যমে চিত্রনায়ক হিসেবে আবির্ভূত হন। এ চলচ্চিত্রটি পরিচালনা করেন বগুড়ার সন্তান অমিয় চক্রবর্তী। এ অমিয় চক্রবর্তীর হাত ধরেই উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার চলচ্চিত্রে আসেন। দিলীপ কুমারকে নিয়ে গবেষণা করেছেন চলচ্চিত্র সমালোচক ও লেখক অনুপম হায়াত। তাঁকে নিয়ে গবেষণার এক পর্যায়ে খুঁজে পান এ অভিনেতার নেপথ্যে বেশ কয়েকজন বাঙালি, যারা বাংলাদেশের মানুষ। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড স্টাডিজের পাঠ্য করেছিলেন দিলীপ কুমার অভিনীত মুঘল-ই-আজম চলচ্চিত্রটি। থিয়েটারের মানুষ হিমাংশু রায় ও দেবিকার বিলাত থেকে ফেরার পর সিনেমা বানানোর ঝোঁক চেপে বসে। বানালেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘বোম্বে টকিজ’। দিলীপ কুমারকে নিয়ে বানালেন প্রথম চলচ্চিত্র ‘জোয়ার ভাটা।’ দিলীপ কুমার চলচ্চিত্রে অভিষিক্ত হলেন। হিমাংশু রায়ের বাড়ি মানিকগঞ্জে। অনুপম হায়াত বলেন, ‘বোম্বে টকিজ’ থেকে সিনেমা বানানো হবে। নায়ক খোঁজা হচ্ছে।বিস্তারিত

বিনোদন শীর্ষ সংবাদ