কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জের চুনারুঘাটের চানভাঙা নামকস্থানে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪জন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রজিত কুমার বলেন, বেলা সাড়ে ১১টায় সায়েস্তাগঞ্জ চুনারুঘাট রোডে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শীর্ষ সংবাদ সারাদেশ