হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পেলেন না শামীম ও শাম্মী

হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পেলেন না শামীম ও শাম্মী

নিজস্ব প্রতিবেদক

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা ফিরে পেতে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী, ফরিদপুর-৩ আসনের শামীম হক ও বরিশাল-৪ আসনের ড. শাম্মী আহমেদের দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের রিট খারিজ করেন।

আওয়ামী লীগের ইশতেহার ঘোষণার তারিখ জানা গেল
এর আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে শামীম হকের প্রার্থিতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছিলেন আসনটির স্বতন্ত্র প্রার্থী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ. কে. আজাদ। তার আপিলে বলা হয়, শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক।

অন্যদিকে শাম্মী আহমেদ এবং একই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ-সদস্য পঙ্কজ দেবনাথ পরস্পরের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন ইসিতে। শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক হলেও তা গোপন করেছেন বলে অভিযোগ ছিল পঙ্কজের।

তফসিল অনুযায়ী, ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ। ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবনে।

রাজনীতি শীর্ষ সংবাদ