বোরকা পরে রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়ি খেলাম

বোরকা পরে রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়ি খেলাম

১৯৯৩ সালে চলচ্চিত্রে আসা। জনপ্রিয়তার পথ ধরে দীর্ঘ পথ পাড়ি দেওয়া। একসময় ক্লান্ত মন আর শরীরকে বিশ্রাম দেওয়া, সংসার করা। সবই হয়েছে জনপ্রিয় নায়িকা শাবনূরের জীবনে। তিনি অস্ট্রেলিয়ারও নাগরিক। সেখানে অনেক আগেই থিতু হয়েছেন। সর্বশেষ দেশে এসেছিলেন ২০১৯ সালের শেষদিকে, ফিরে গেলেন ২০২০ সালের জানুয়ারিতে। এরপর করোনাকালসহ নানা প্রতিকূলতায় আর দেশে ফিরতে পারেননি। এবার গত সপ্তাহে আবার এলেন তিনি। ১৭ ডিসেম্বর পালন করলেন নিজের জন্মদিন। পাশাপাশি নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। এসব নিয়ে ও তাঁর জীবনের সাত সতেরোর গল্প নিজেই তুলে ধরলেন- আর তা বিন্যস্ত করলেন – আলাউদ্দীন মাজিদ

 

কথা যদি শুরু করি…

 

‘কথা যদি শুরু করি শেষতো হবে না, আগুন যদি জ্বালি নেভানো যাবে না…’ হ্যাঁ, দীর্ঘসময় পর আবারও বড় পর্দায় নিজের মনকাড়া অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে আগুন জ্বালাতে আসছেন দেশি চলচ্চিত্রের আকাশছোঁয়া জনপ্রিয় নায়িকা শাবনূর। সাল ১৯৯৩। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এহতেশামের হাত ধরে নূপুর নামের একটি মেয়ে সেলুলয়েডের ক্যামেরার সামনে দাঁড়াল। ছবির নাম ‘চাঁদনী রাতে’। সেই ছবিতে শাবনূর গেয়ে উঠলেন ‘কথা যদি শুরু করি শেষতো হবে না…’। সত্যি তার কথা প্রায় ৩ দশকেও শেষ হয়নি। তার সুরেলা কণ্ঠের আওয়াজ শোনার জন্য দর্শক সবসময়ই অধীর হয়ে থাকে। আর তাইতো দীর্ঘ বিরতির পর আবার বড় পর্দায় ফিরতে সুদূর অস্ট্রেলিয়া থেকে ছুটে এসেছেন সেই চাঁদনী রাতের কন্যা শাবনূর। এবার তিনি অভিনয় করবেন চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ ছবিতে। এতে তার নায়ক হয়ে আসছেন দক্ষ অভিনেতা মাহফুজ আহমেদ। এই অভিনেতার সঙ্গে এর আগে শাবনূর প্রয়াত শহীদুল ইসলাম খোকনের ‘বাঙলা’ ছবিতে জুটি বেঁধেছিলেন।বিস্তারিত

বিনোদন শীর্ষ সংবাদ