ভোটের মাঠে ১ হাজার ৮৯৫ প্রার্থী

ভোটের মাঠে ১ হাজার ৮৯৫ প্রার্থী

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাজনৈতিক দলভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তথ্য প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দেখা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৭টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সবচেয়ে বেশি প্রার্থী অংশগ্রহণ করছেন এবারের সংসদ ভোটে। অন্যদিকে, রাজনৈতিক দলের বাইরে গিয়ে সবচেয়ে বেশি প্রার্থী স্বতন্ত্রভাবে ভোট করছেন।

 

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। দলগুলোর মধ্যে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ এগিয়ে থাকলেও স্বতন্ত্র থেকেই বেশি প্রার্থী ভোটে অংশগ্রহণ করছে। রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে এবারের সংসদ নির্বাচনে মোট ১ হাজার ৮৯৫ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আওয়ামী লীগের ২৬৫ জন প্রার্থী রয়েছে। আর স্বতন্ত্র থেকে ভোটে অংশগ্রহণ করেছেন ৩৮২ জন।

রাজনীতি শীর্ষ সংবাদ