ভারতে ফের বাড়ছে করোনা

ভারতে ফের বাড়ছে করোনা

আন্তর্জাতিক     অনলাইন     ডেস্ক।

 

কিছুটা ধীরগতিতে হলেও ভারতে ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। দেশটিতে প্রথম করোনাভাইরাসের উপধরন (সাব-ভ্যারিয়েন্ট) জেএন.১ সংক্রমণের খবর পাওয়া গেছে। এর পরই সতর্ক হয়েছে কেন্দ্র। সোমবার রাজ্যগুলোকে সাতটি নির্দেশনা পাঠানো হয়। এসব নির্দেশনায় আসন্ন উৎসবের মৌসুমে সতর্ক হতে বলার পাশাপাশি ইনফ্লুয়েঞ্জার মতো রোগের প্রকোপ বাড়ছে কি না, সে বিষয়ে নজর রাখতে বলা হয়েছে। এ বিষয়ে রাজ্যগুলোকে প্রতিবেদনও দিতে বলা হয়েছে। খবর এনডিটিভির।

এদিকে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় দ্রুত বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এজন্য জনগণকে সতর্ক থাকতে বলা হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে যুক্তরাষ্ট্র, চীনসহ বেশ কয়েকটি দেশে শনাক্ত হয়েছিল জেএন.১। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনা প্রতিরোধী অনুমোদিত সব টিকাই জেএন.১-এর বিরুদ্ধেও সুরক্ষা দেবে। কেরালায় বর্তমানে ১ হাজার ৩২৪ কভিড-১৯ রোগী রয়েছেন। গত শনিবার রাজ্যটিতে করোনাজনিত কারণে অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এগুলোর মধ্যে ঠিক কতটি ঘটনা জেএন.১-সম্পর্কিত, তা নিশ্চিত নয়। এ পরিস্থিতিতে কেন্দ্র নির্দেশনা জারি করে জানিয়েছে, আসন্ন উৎসবের মৌসুমের কথা মাথায় রেখে জনস্বাস্থ্যের বিষয়টি নজরে রাখা উচিত। সংক্রমণ যেন ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। নির্দেশনায় আরও জানানো হয়, কভিড-১৯ নিয়ে পর্যবেক্ষণের ক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় যে নির্দেশিকা পাঠিয়েছিল, তা মেনে চলতে হবে। ইনফ্লুয়েঞ্জা বা শ্বাসকষ্ট নিয়ে যে রোগীরা স্বাস্থ্যকেন্দ্রে আসছেন, তাদের ওপর নজর রাখতে হবে। এ নিয়ে জেলাভিত্তিক প্রতিবেদন দিতে হবে

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ