বিএনপিহীন নির্বাচনে ঢাকার কয়েকটি আসনে ভোটের হিসাবে প্রতিদ্বন্দ্বিতার আমেজ আনছেন স্বতন্ত্র প্রার্থীরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০ আসনের ১০টিতে স্বতন্ত্র প্রার্থীরা ভোটের লড়াইয়ে রয়েছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগ নেতারা জয়-পরাজয়ের নির্ধারক হয়ে উঠতে পারেন কোনো কোনো আসনে।
ঢাকা জেলা ও মহানগরের ২০ আসনে ৭ জানুয়ারির ভোটের জন্য প্রার্থী রয়েছেন ১৫৬ জন, যাদের ২১ জন স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে সাবেক সংসদ সদস্যরাও রয়েছেন।
১৮টি রাজনৈতিক দল ঢাকায় ভোটের মাঠে থাকলেও দলীয় প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত আসছে কেবল ঢাকা-৪ আসনে। এর বাইরে যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, তাতে ক্ষমতাসীন দলের নৌকার প্রার্থীদের মূল লড়াই হবে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে।