লাপাত্তা বিএনপির কেন্দ্রীয় নেতারা স্থায়ী কমিটির ১৯ ও ৫০২ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের মধ্যে আটক মাত্র ৯৩ জন। বাকিরা বাড়িতে মোবাইল রেখে সরে পড়েছেন। সিদ্ধান্ত নেওয়ার জন্য নেতাদের খুঁজে পাচ্ছেন না কর্মীরা। অপেক্ষায় থাকতে হয় লন্ডনের নির্দেশের। কর্মীরা নাজেহাল

লাপাত্তা বিএনপির কেন্দ্রীয় নেতারা স্থায়ী কমিটির ১৯ ও ৫০২ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের মধ্যে আটক মাত্র ৯৩ জন। বাকিরা বাড়িতে মোবাইল রেখে সরে পড়েছেন। সিদ্ধান্ত নেওয়ার জন্য নেতাদের খুঁজে পাচ্ছেন না কর্মীরা। অপেক্ষায় থাকতে হয় লন্ডনের নির্দেশের। কর্মীরা নাজেহাল

বাড়িতে মোবাইল ফোন রেখে পরিবারের কাউকে কিছু না জানিয়ে আত্মগোপনে চলে গেছেন বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা। দলের কোনো কর্মসূচিতে তাদের দেখা যাচ্ছে না। শুধু আটকের ভয়ে তারা আর ঘরে ফিরছেন না। অন্যদিকে মামলা না থাকার পরও অনেক জেলা নেতাকে সক্রিয় অবস্থানে আর দেখা যাচ্ছে না।

গতকাল বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর নম্বরে কল দিয়ে বন্ধ পাওয়া যায়। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ কাউকে ফোন করে পাওয়া যায়নি। অন্যদিকে টকশো মুখ ব্যারিস্টার রুমিন ফারহানাও রাজপথের কর্মসূচিতে আসেন না। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের অনেকে কারান্তরিন থাকলেও বাইরে যারা আছেন তারা চলছেন গা বাঁচিয়ে। অনেক মাঠপর্যায়ের কর্মীর অভিযোগ, ঝুঁকি নিতে কেউ রাজি নন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, মামলা মোকদ্দমার কারণে নেতারা আত্মগোপনে। সময়মতো সবাই বেরিয়ে আসবে। আন্দোলন থামেনি। আমরা নতুন কর্মসূচি ঘোষণা করেছি।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ