রাজধানীতে কারও সহজ জয়, কারও লড়াই

রাজধানীতে কারও সহজ জয়, কারও লড়াই

রাজধানী ঢাকাকে কেন্দ্র করে দেশের রাজনীতি। তাই গোটা জাতির চোখ ঢাকার রাজনীতির ওপর। অবশ্য নির্বাচনে বিএনপি না থাকায় প্রচার-প্রচারণায় তেমন জৌলুস নেই। ১৫টি আসনের মধ্যে বেশির ভাগেই শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। মাত্র চার-পাঁচটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

রাজধানীর আসনগুলো হচ্ছে- ঢাকা-৪, ঢাকা-৫, ঢাকা-৬, ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১১, ঢাকা-১২, ঢাকা-১৩, ঢাকা-১৪, ঢাকা-১৫, ঢাকা-১৬, ঢাকা-১৭ এবং ঢাকা-১৮। ঢাকা-১, ঢাকা-২, ঢাকা-৩, ঢাকা-১৯ এবং ঢাকা-২০ রাজধানীর বাইরের আসন।

প্রতিদ্বন্দ্বী নৌকার সঙ্গে ট্রাক ও ঈগল। রাজধানীতে লাঙ্গল প্রতীকের প্রার্থী শুধু একটি আসনে ঢাকা-১৭। যে আসনে আওয়ামী লীগ নৌকার প্রার্থীকে প্রত্যাহার করিয়েছে। ঢাকা-৪ আসনে আবু হোসেন বাবলা লাঙ্গল নিয়ে নৌকার বিরুদ্ধে লড়ছেন। এ আসনটিতে সমঝোতা না হওয়ায় নৌকা ও লাঙ্গল লড়াইয়ে রয়েছে। সঙ্গে যুক্ত হয়েছেন ট্রাক প্রতীকের প্রার্থী। মূলত ঢাকা-৪ আসনে ত্রিমুখী লড়াই হতে পারে। এ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী সানজিদা খানম। জাতীয় পার্টির লাঙ্গলের সৈয়দ আবু হোসেন বাবলা। স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের ড. আওলাদ হোসেন  বিস্তারিত

জাতীয় রাজনীতি শীর্ষ সংবাদ