হারিয়ে গেছে সিনেমার অভিনব প্রচারণা

হারিয়ে গেছে সিনেমার অভিনব প্রচারণা

রিকশা বা ঘোড়ার টমটম গাড়িতে মাইক ব্যবহার করে ‘হ্যাঁ ভাই আসিতেছে…’। এমন হাঁক ছেড়ে নতুন সিনেমার প্রচার বছরের পর বছরজুড়ে কত হয়েছে তার কোনো হিসাব নেই। এই প্রচারে প্রেক্ষাগৃহের মালিকরাও থাকতেন উজ্জীবিত…

 

‘হ্যাঁ ভাই, আসিতেছে আসিতেছে আগামী শুক্রবার ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন প্রেক্ষাগৃহে…’। সিনেমার বিজ্ঞাপনের এমন দরাজ কণ্ঠের ঘোষণা সেই সত্তর থেকে নব্বই দশক সময়ের দর্শকদের কানে এখনো বাজে। কিন্তু এখন সেই প্রচারের এমন দরাজ কণ্ঠ যেমন নেই তেমনি নেই অভিনব যত প্রচারণা। তাই দর্শকও আর সিনেমা দেখতে হুমড়ি খেয়ে পড়ছে না কোনো প্রেক্ষাগৃহে। শুধু রেডিওতে নয়, রিকশা, ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি, ট্রাক, বিশাল ফেস্টুন, পোস্টার এমন কতকিছুই ছিল সে সময়ের সিনেমার প্রচারের জন্য। আজ যা অতীত।

‘কণ্ঠরাজ’ নাজমুল হোসাইন ও মাজহারুলের জাদুকরী কণ্ঠ…

সেই সময়ে সিনেমার বিজ্ঞাপনে কণ্ঠ দিয়ে নাজমুল হোসাইন এবং মাজহারুল ইসলাম নামের দুজন কণ্ঠদাতা রীতিমতো তারকা খ্যাতিই অর্জন করে ফেলেছিলেন। নাজমুল হোসাইনকে তার জাদুকরী কণ্ঠের জন্য ‘কণ্ঠরাজ’ উপাধিও দেওয়া হয়েছিল। চলচ্চিত্রে যার পরিচয় সহকারী পরিচালক, প্রযোজক, অভিনেতা, বিজ্ঞাপন কণ্ঠদাতা হিসেবে।বিস্তারিত

বিনোদন শীর্ষ সংবাদ