ঘন কুয়াশায় শাহজালালে আসতে না পেরে দুই ফ্লাইট গেল কলকাতায়

ঘন কুয়াশায় শাহজালালে আসতে না পেরে দুই ফ্লাইট গেল কলকাতায়

নিজস্ব প্রতিবেদক ঢাকা

ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। সেগুলো পরে কলকাতায় চলে গেছে। তবে বেলা বেড়ে যাওয়ার পরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা স্বাভাবিক অবস্থায় চলে এসেছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজ রোববার বেলা ১১টার দিকে প্রথম আলোকে বলেন, আজ ভোর থেকে ঘন কুয়াশা ছিল।

আর এ জন্য দুটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। এর মধ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি এসেছিল দাম্মাম থেকে আর কাতারের ফ্লাইটটি ছিল দোহা থেকে। দুটিই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

আজ সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এ দুটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

বেলা বেড়ে যাওয়ার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়ে গেছে বলে জানান মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি বলেন, কলকাতায় যে দুটি ফ্লাইট গেছে, সেগুলো সেখান থেকে ঢাকার পথে রওনা হচ্ছে শিগগিরই।

জাতীয় শীর্ষ সংবাদ