জাতীয় পার্টিই হচ্ছে বিরোধী দল প্রয়োজনে স্বতন্ত্ররা আলাদা জোট করে সাপোর্ট দিতে পারে

জাতীয় পার্টিই হচ্ছে বিরোধী দল প্রয়োজনে স্বতন্ত্ররা আলাদা জোট করে সাপোর্ট দিতে পারে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২টি আসন পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে স্বতন্ত্র সংসদ সদস্যরা। এদের কারও কারও বিরোধী দলের নেতা হওয়ার ইচ্ছে থাকলেও তা হচ্ছে না। একাদশ সংসদের বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি। ১১টি আসন পেয়ে তৃতীয় অবস্থানে থাকলেও সে দলটিই বসতে যাচ্ছেন দ্বাদশ সংসদের বিরোধী দলের আসনে। গতকাল দুপুরে টুঙ্গিপাড়ায় অনানুষ্ঠানিক মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রসঙ্গক্রমে বিরোধী দলের বিষয়টি ওঠে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংসদের বিরোধী দল জাতীয় পার্টিই হবে। আমাদের শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন আছে। কিন্তু জাতীয় পার্টি পেয়েছে মাত্র ১১টি আসন। আমরা চাই স্বতন্ত্র প্রার্থীরা যেমন সংসদ নির্বাচনকে জমিয়ে রেখেছিল, আগামী পাঁচ বছর সংসদকেও জমিয়ে রাখবে। সে কারণে তারা আলাদা জোট করতে পারে বা জাতীয় পার্টিকে সাপোর্ট দিয়ে শক্তিশালী হতে পারে। বিরোধী দল হচ্ছে আয়নার মতো। তারা সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিতে পারে। আশা করি সঠিকভাবে তারা ভূমিকা রাখতে পারবে। মন্ত্রিসভার একাধিক সদস্য বাংলাদেশ প্রতিদিনকে এমন তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিসভার তিনজন সদস্য জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠক হয় টুঙ্গিপাড়ায়। সেখানে প্রসঙ্গক্রমে বিরোধী দলের বিষয়টি উঠলে সংসদ নেতা জানিয়েছেন, জাতীয় পার্টিই বিরোধী দল হবে। শক্তিশালী বিরোধী দল করার জন্য প্রয়োজনে স্বতন্ত্ররাও আলাদা মোর্চা বা জোট করে জাতীয় পার্টিকে সাপোর্ট দিতে পারে। আমাদের শক্তিশালী বিরোধী দল দরকার।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ