বাংলাদেশ চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী নায়ক, নায়করাজ রাজ্জাকের জন্মদিন আজ। রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। বেঁচে থাকলে আজ তিনি ৮২ বসন্ত পূর্ণ করতেন। ২০১৭ সালে তাঁর চির প্রস্থানের পর সাত বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত তার রাজা-ধিরাজের আসনটি কেউ পূর্ণ করতে পারেনি। নায়করাজের জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন – আলাউদ্দীন মাজিদ
নায়করাজের জন্মদিনে বন্ধ থাকত এফডিসি। একটা সময় ছিল যখন ঢাকার ছবির অঙ্গনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন ছিল। দিনটি হলো নায়করাজ রাজ্জাকের জন্মদিন। দুপুরের দিকে এফডিসির দারোয়ানসহ সব কর্মকর্তা-কর্মচারী গুলশানে রাজ্জাকের রাজলক্ষ্মী ভবনে নিমন্ত্রণে যেতেন। সন্ধ্যা থেকেই আসতে শুরু করতেন তারকা শিল্পী, নির্মাতা ও প্রযোজকরা। রাতভর চলত আড্ডা, হইচই, আলোচনা। আসতেন জহির রায়হান, আলমগীর কুমকুম, মোস্তাফিজুর রহমান, এহতেশাম, কবরী, শাবানা, ববিতা, সুচন্দা, আলমগীর, ফারুক, সোহেল রানা, জাফর ইকবাল, জসিম, ইলিয়াস কাঞ্চনের মতো গুণী তারকারা।বিস্তারিত