ইরানে বন্দুকধারীদের গুলিতে ৯ পাকিস্তানি প্রাণ হারিয়েছেন। সম্প্রতি পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে ইরানের চালানো অভিযানের জেরে দুই দেশের মধ্যে চলা উত্তেজনার মধ্যেই শনিবার (২৭ জানুয়ারি) দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজের বরাতে আলজাজিরা জানায়, পাকিস্তান সীমান্তবর্তী শহর সারাভানে একটি মেসে হামলা চালায় দুবৃত্তরা। নিহতরা সবাই পাকিস্তানি শ্রমিক। একটি গাড়ি মেরামতের কারখানায় কাজ করতেন তারা। এখনও হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে দায়ীদের সন্ধানে পুলিশি তল্লাশি শুরু করেছে আইনশৃঙ্খলারক্ষী বাহিনী।
এদিকে, এ ঘটনায় দ্রুত তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে পাকিস্তান। সম্প্রতি, পরস্পরের ভূখণ্ডে পাল্টাপাল্টি হামলার জেরে ইরান-পাকিস্তানের মধ্যে ছড়িয়েছে উত্তেজনা। এতে রাষ্ট্রদূত প্রত্যাহারের মতো কূটনৈতিক পদক্ষেপও নেয়া হয়। পরে দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে শান্ত হয় পরিস্থিতি। এদিকে আগামীকাল সোমবার, পাকিস্তান সফরের কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহির।