নিজের চারপাশকে পছন্দ না হলে সেখান থেকে দূরে কোথাও চলে যেতে ইচ্ছা করে না এমন মানুষ কমই আছে। ভাবনাটা মনে মনে হলেও বাস্তবে কিন্তু খুব কম মানুষই পারে। পরিচিতদের থেকে দূরে গিয়ে থাকাটা সবার জন্যই কঠিন। তবে শৈশবে পালিয়ে যাওয়া বিখ্যাত মানুষের সংখ্যা কিন্তু কম নয়। তেমন কজন বিখ্যাত ব্যক্তিকে নিয়েই রকমারি…
হ্যারি হুডিনি
বিখ্যাত জাদুকর হুডিনির নাম শোনেনি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। যেভাবেই আটকে রাখা হোক তাকে, দড়ি কিংবা শিকল দিয়ে, ঠিক তা থেকে নিজেকে ছাড়িয়ে পালিয়ে যেতেনই তিনি। আর এটাই ধীরে ধীরে হয়ে ওঠে হুডিনির সবচেয়ে বড় জাদুর কৌশল। একবার তো এক পুলিশকেই চ্যালেঞ্জ করে বসেন হুডিনি। পুলিশ তাকে হাতকড়া পরায় আর সেখান থেকেও নিজেকে ছাড়িয়ে নেন হুডিনি। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে হুডিনির নাম। ১৯০৪ সালে জন্ম নেওয়া বিখ্যাত এই জাদুকরের বিশেষ হাতকড়া থেকে মুক্তির চ্যালেঞ্জ, দম না নিয়ে সর্বোচ্চ সময় থাকার চ্যালেঞ্জসহ তার অভিনীত ব্যবসা না করা ছবি- এতসব কিছুর খবর জানলেও অনেকেই জানেন না যে, এই বিখ্যাত জাদুকর ছোটবেলায়ই ঘর থেকে পালিয়েছিলেন। তখন হুডিনি বেশ ছোট। নাম তখনো হুডিনি হয়নি তার। রাব্বি মেয়ার স্যামুয়েল ওয়েসজ ও সিসিলিয়া ওয়েসজের ছেলে এরিক ওয়েসজ ছিলেন তিনি তখন। মিলওয়েকে থেকে হাঙ্গেরিতে বাসা বদলাচ্ছিল হুডিনির পরিবার। সে সময় প্রথম নিজের উধাও হওয়ার খেলা দেখান হুডিনি। এক্কেবারে উধাও হয়ে যান ১২ বছর বয়সে। চড়ে বসেন এক মালবাহী গাড়িতে। পাড়ি দেন শত শত মাইল আর হয়ে যান অনেক দিনের জন্য হাওয়া। পালিয়ে থাকার এই সময়টা তার কীভাবে কেটেছিল সেটা জানা না গেলেও এতটুকু জানা যায় যে, ওই সময়টা কানসাসে কাটিয়েছিলেন তিনি। পরে নিউইয়র্কে নিজের পরিবারের সঙ্গে দেখা করেন হুডিনি আর সাহায্য করতে শুরু করেন তাদের। এক চিত্রগ্রাহকের সহকারীসহ আরও কিছু ছোটখাটো কাজ করতে থাকেন তিনি। রবার্ট হুডিনি বেশ বড় জাদুকর ছিলেন তখন। তার পথ অনুসরণ করেই নিজের নাম হ্যারি হুডিনি করে ফেলেন হুডিনি আর ঢুকে পড়েন জাদুর জগতে।বিস্তারিত