ভারতের ৭৫ কোটি টেলিকম ব্যবহারকারীর তথ্য ফাঁস

ভারতের ৭৫ কোটি টেলিকম ব্যবহারকারীর তথ্য ফাঁস

ভারতের ৭৫ কোটি টেলিকম ব্যবহারকারীর ডাটা বিক্রি হয়েছে ডার্কওয়েবে। অর্থাৎ ভারতের মোট জনসংখ্যার ৮৫ শতাংশের তথ্য চুরি হয়েছে। গত ২৩ জানুয়ারি দেশটির সাইবার সিকিউরিটি ফার্ম ক্লাউডএসইকের এআই ডিজিটাল রিস্ক প্ল্যাটফরম ‘এক্সভিজিল’ এই তথ্য জানতে পারে। দুই সপ্তাহ আগে ‘সাইবোডেভিল’ ও ‘ইউনিট৮২০০’ অ্যাকাউন্ট থেকে ডার্কওয়েবের একটি ফোরাম ও টেলিগ্রামে ডাটাসেট বিক্রির পোস্ট দেওয়া হয়।

এতে টেলিকম গ্রাহকদের নাম, মোবাইল ফোন নম্বর, ঠিকানা, আধার কার্ডের তথ্য উন্মুক্ত হয়ে পড়েছে। এসব তথ্যের সম্মিলিত ফাইল সাইজ ১.৮ টেরাবাইট, যা বিক্রি হচ্ছে তিন হাজার ডলারে। এতে ভারতের প্রধান টেলিকম কম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিককালে ভারতে এত বড় তথ্য ফাঁসের ঘটনা নজিরবিহীন।

হ্যাক করে নয়, বরং সরকারি সংস্থার ডাটাবেইস বা টেলিকমিউনিকেশন সিস্টেম থেকে তথ্যগুলো সংগ্রহ করে সাইবার অপরাধীরা। এ বিষয়ে ক্লাউডএসইকের ভাষ্য, ‘তথ্য ফাঁসের এই ঘটনাকে অতিরঞ্জিত বলার কোনো সুযোগ নেই। ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ায় ৭৫ কোটি মানুষ সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে।’

ক্লাউডএসইকে সতর্কবার্তা দেওয়ার পর প্রতিটি টেলিকম সার্ভিস অপারেটরকে নিরাপত্তাব্যবস্থার ত্রুটি শনাক্তের নির্দেশ দিয়েছে ভারতের ডিপার্টমেন্ট অব টেলিকম (ডিওটি)।

সূত্র : ইন্ডিয়া টুডে

তথ্য প্রুযুক্তি শীর্ষ সংবাদ