আলাদা রঙের ইউটিউব ফিড তৈরি করবেন যেভাবে

আলাদা রঙের ইউটিউব ফিড তৈরি করবেন যেভাবে

সম্প্রতি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য লাল, সবুজ ও নীল রঙের আলাদা ফিড তৈরির সুযোগ চালু করেছে ইউটিউব। নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা ইউটিউবের মূল ভিডিও ফিডের পাশাপাশি আলাদা ফিডে লাল, সবুজ ও নীল রঙের থাম্বনেইলযুক্ত ভিডিওগুলো আলাদাভাবে দেখতে পারেন; অর্থাৎ লাল রঙের ফিড তৈরি করলে যেসব ভিডিওর থাম্বনেইলে লাল রঙের প্রাধান্য রয়েছে, সেসব ভিডিও একসঙ্গে দেখা যাবে। রং অনুযায়ী ফিড তৈরি করা গেলেও থাম্বনেইলের রঙের কোনো পরিবর্তন হয় না। ইউটিউবে বিভিন্ন রঙের ফিড তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক।

আলাদা রঙের ইউটিউব ফিড তৈরির জন্য প্রথমে স্মার্টফোন থেকে ইউটিউব অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর নিচে স্ক্রল করলেই ‘ক্রেভিং সামথিং নিউ’ নামের একটি বক্স দেখা যাবে। এই বক্সে লাল, নীল ও সবুজ রঙের তিনটি বৃত্ত রয়েছে। এবার পছন্দের রঙের বৃত্ত নির্বাচন করে নিচে থাকা ‘লেটস গো’ অপশনে ট্যাপ করলেই সেই রং অনুযায়ী আলাদা ফিড চালু হবে। একইভাবে অন্য দুটি রঙের আলাদা ফিডও তৈরি করা যাবে। পরবর্তী সময়ে ইউটিউব অ্যাপে প্রবেশ করে মেনুবার ডানে স্ক্রল করলে বিভিন্ন রঙের ফিড দেখা যাবে। ফলে ফিডগুলোতে ক্লিক করে সহজেই পছন্দের ভিডিওগুলো দেখা যাবে।

তথ্য প্রুযুক্তি শীর্ষ সংবাদ