শিক্ষা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ও উপসচিব পরিচয়ে অনিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠান নিবন্ধনের আওতায় আনার কথা বলে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা- এমন এক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআইয়ের তথ্য মতে, অনিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠান নিবন্ধনের আওতায় আনা ও লাইব্রেরিয়ান নিয়োগসহ বিভিন্ন সমস্যা সমাধানের কথা বলে এখন পর্যন্ত বিকাশ ও নগদের মাধ্যমে ৪ কোটি ১ লাখ ১৩ হাজার ৯৭২ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে ৬০ ফিট ঢাকা-মেট্রো উত্তরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।
পিবিআই জানায় , মাদ্রাসা শিক্ষাবোর্ডের প্রোগ্রাম অফিসার ও উপসচিব পরিচয় দিয়ে ছদ্মনামে তারা প্রতারণা করে বেড়াতেন।
এই দুই প্রতারক ২০১৯ সাল থেকে প্রতারণার শুরু করে দেশের বিভিন্ন মাদ্রাসা থেকে চার কোটির বেমী টাকা হাতিয়ে নিয়েছে ।