র‌্যাবের জালে ধরা পড়লো কিশোর গ্যাং এর ২১ সদস্য

র‌্যাবের জালে ধরা পড়লো কিশোর গ্যাং এর ২১ সদস্য

রাজধানীর মিরপুর, দারুস সালাম এবং ঢাকা জেলার সাভার এলাকা হতে কিশোর গ্যাং ল্যাংরা নুরু, পটোটো রুবেল ও কিং শাওন গ্রুপ এর লিডারসহ ২১ জন সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায় গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর মিরপুর, দারুসসালাম, পল্লবী, শাহ আলী এলাকায় বেশ কিছু কিশোরগ্যাং সক্রিয় রয়েছে। তার মধ্যে কিশোর গ্যাং “ল্যাংরা নুরু’’ ও “পটোটো রুবেল” এর লিডারসহ ৭০/৮০ জনের সক্রিয় সদস্য রয়েছে। এই গ্যাং এর সদস্যরা মিরপুর, মোহাম্মদপুর, পল্লবী, ভাষানটেকসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত।

এই কিশোর গ্যাং সদস্যরা বাসস্ট্যান্ডে আসা দূর-দূরান্তের যাত্রী ও স্থানীয় লোকজন ও মালবাহি ট্রাকের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করে। চাঁদা না দিলেই মারধরসহ জখম করে কাছে থাকা মূল্যবান জিনিস ছিনতাই করে পালিয়ে যায়।

 

এই কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।

অপরাধ জাতীয় শীর্ষ সংবাদ