প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার সংবাদ সম্মেলনে আসছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থ দফায় সরকার গঠনের পর এই প্রথম সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী।
জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী শুক্রবার সকাল ১০টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে ১৫ ফেব্রুয়ারি জার্মানি যান। তিনি দেশে ফিরে আসেন ১৯ ফেব্রুয়ারি।
মিউনিখে অবস্থানকালে প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় সব বিদেশ সফর শেষেই সংবাদ সম্মেলন করেন। এসব সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সফরের অর্জন সম্পর্ক বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমসাময়িক রাজনৈতিক, অর্থনৈতিকসহ অনেক বিষয় উঠে আসে।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এরপরে সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে প্রথম জার্মানি সফর করেছেন শেখ হাসিনা।