অনলাইন ডেস্ক
রাজধানীতে আজ সোমবার সকাল থেকেই আকাশ মেঘলা। এদিন সকাল ৮টার কিছু আগে নগরীর বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়। যদিও এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে বৃষ্টি হলেও বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের মানে খুব একটা উন্নতি হয়নি। অন্য দিনের মত আজও ঢাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’।
আজ সকাল সড়ে ৯টায় বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী মেগাসিটির স্কোর ছিল ১৭১। এই স্কোর নিয়ে ঢাকা বিশ্বে দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে। ১৮১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর। ভারতের কোলকাতা ১৭৩ স্কোর নিয়ে এ তালিকায় তৃতীয় অবস্থানে ছিল।