সক্রিয় জাল নোটের প্রতারক চক্র টার্গেট রোজা ও ঈদ

সক্রিয় জাল নোটের প্রতারক চক্র টার্গেট রোজা ও ঈদ

রোজা ও ঈদকে টার্গেট করে সিলেটে সক্রিয় হয়ে উঠেছে জাল নোটের কারবারিরা। জাল নোট ছাপানো ও নিজেদের চক্রের মাধ্যমে তা সিলেট বিভাগে ছড়িয়ে দিতে নানা তৎপরতা শুরু করেছে তারা। আগে এই চক্রের সদস্যরা শহরে সক্রিয় থাকলেও এবার ছড়িয়ে পড়েছে বিভাগের উপজেলা পর্যায়ে। গত কয়েকদিনে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে জাল নোট প্রতারক চক্রের কয়েকজন সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও ভারতীয় রুপিও উদ্ধার করা হয়েছে। জানা গেছে, রমজান শুরুর আগে প্রবাসী অধ্যুষিত সিলেটের মানুষ প্রচুর পরিমাণ কেনাকাটা করেন। বিশেষ করে শবেবরাতের পরই লোকজন পুরো রমজান মাসের বাজার করে নেন। এ ছাড়া ১৫ রমজানের পর সিলেটে শুরু হয়ে যায় ঈদের কেনাকাটা। এ সময় দোকানগুলোতে থাকে প্রচন্ড ভিড়। এই সুযোগে প্রতারকরা তাদের চক্রের মাধ্যমে বাজারে জাল নোট ছড়িয়ে দেয়। এবারও রোজা ও ঈদ সামনে রেখে ওই চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জাল নোটের কারবারিদের ব্যাপারে বিশেষ নজরদারি চলছে। ফলে ধরাও পড়তে শুরু করেছে ওই চক্রের সদস্যরা। টাকা লেনদেনের ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন হওয়ারও পরার্মশ দিয়েছেন তারা। সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে জাল টাকা তৈরির সরঞ্জাম ও জাল নোটসহ দুজনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৮০টি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।বিস্তারিত

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ