নিজস্ব প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থেকে কালিহাতীর রসুলপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। বুধবার (৬ মার্চ) ভোর থেকে এ যানজট তৈরি হয়।
টাঙ্গাইল মহাড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) টোলপ্লাজা পর্যন্ত ১৪ কিমি. দুই লেনেই পরিবহনের চাপ রয়েছে। তবে এলেঙ্গা থেকে ঢাকাগামী লেনে তেমন পরিবহন নেই।
দীর্ঘ যানজটের কারণে উত্তরবঙ্গগামী এবং ঢাকাগামী পরিবহনগুলো এলেঙ্গা থেকে ভুঞাপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু (পূর্ব) আঞ্চলিক সড়ক ব্যবহার করে সেতু গোলচত্বর হয়ে চলাচল করছে।