তদন্ত কমিটির বৈঠক অবন্তিকার মৃত্যু: ‘যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে’

তদন্ত কমিটির বৈঠক অবন্তিকার মৃত্যু: ‘যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে’

জবি সংবাদদাতা

 

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি।

রোববার (১৭ মার্চ) দুপুরে তদন্ত কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. জাকির হোসেন নেতৃত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় তদন্ত কীভাবে শুরু করা হবে, তার রোডম্যাপ করা হয়।

সভা শেষে অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, ‘যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আমাদের উদ্দেশ্য প্রকৃত সত্য উদঘাটন করা। আজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পরও আমরা সভা করেছি এবং আগামীকালও করবো।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘অবন্তিকার আত্মহত্যার ঘটনা সুক্ষভাবে বিশ্লেষণ করা হবে এবং আগামী সিন্ডিকেট সভায় সকল তদন্ত রিপোর্ট পেশ করা হবে।’

তদন্ত কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবুল হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক মাসুম বিল্লাহ, সংগীত বিভাগের চেয়ারম্যান ঝুমুর আহমেদ এবং সদস্যসচিব ডেপুটি রেজিস্ট্রার (আইন) রঞ্জন কুমার।

শিক্ষা শীর্ষ সংবাদ