যেমন চলছে ঈদের সিনেমা

যেমন চলছে ঈদের সিনেমা

ঈদের ছবি মানেই এ মহাউৎসবের আনন্দ বহুগুণে বাড়িয়ে তোলা। দর্শক মানসম্মত নতুন ছবি দেখতে ঈদের জন্য মুখিয়ে থাকে। প্রদর্শকরাও আগ্রহ নিয়ে ঈদের ছবির জন্য অপেক্ষার প্রহর গোনে। এবারও তার ব্যতিক্রম হয়নি। দেশে সিনেমা হল উদ্বেগজনক হারে কম থাকলেও নির্মাতারা তাদের ছবি মুক্তি দিতে বেশ দৌড়ঝাঁপ করেছেন, আর তাই মাত্র  শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে ১১টি ছবি। এতে প্রদর্শক-দর্শক এবং নির্মাতা, সবাই মোটামুটি সন্তুষ্ট। কারণ সিনেমা হলে আবার দর্শক ভিড় করেছে। দেশীয় ছবি দেখতে আগ্রহ দেখাচ্ছে। দেশীয় চলচ্চিত্রের দুর্দিনে এটি অবশ্যই বড় ধরনের প্রাপ্তি।

ঈদে যেসব ছবি মুক্তি পেয়েছে সেগুলো হলো- রাজকুমারকাজলরেখা, ওমর, দেয়ালের দেশ, জ্বীন-২, আহারে জীবন, লিপস্টিকসোনার চর, গ্রিণ কার্ড, মায়া দ্য লাভ ও মেঘনা কন্যাবিস্তারিত

বিনোদন শীর্ষ সংবাদ