ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে দুই ভাইকে পিটিয়ে হত্যা ও পাঁচজন আহতের ঘটনায় দেশজুড়ে আলোচনা চলছে। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ বুধবার সকাল ৯টায় মধুখালীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার।
জেলা প্রশাসক বলেন, ফরিদপুর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ফরিদপুর সদরসহ মধুখালী উপজেলার পঞ্চপল্লীর কাছে ও বাঘাট বাজার এলাকায় পুলিশ, র্যাব, বিজিবি ও গ্রাম পুলিশ টহল দিচ্ছে। আজ সকাল থেকে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওইসব এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গত ১৮ এপ্রিল রাত সাড়ে ৭টার দিকে ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে দুই শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হন আরও ৫ জন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবারও মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এ ছাড়া পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের সংঘর্ষ হয়। এতে অনেকেই আহত হন।