আসন্ন উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের প্রভাব বিস্তার ঠেকানো ও আওয়ামী লীগের দলীয় কোন্দলকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন দায়িত্বপ্রাপ্ত মাঠ প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা। উপজেলা নির্বাচন নিয়ে আয়োজিত আইনশৃঙ্খলা বৈঠকে তারা নির্বাচন কমিশনের কাছে এমন তথ্য উপস্থাপন করেছেন। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে উপজেলা নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক করে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, সব বিভাগীয় কমিশনার, রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক (ডিসি), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং পুলিশ সুপাররা (এসপি) অংশ নেন। সকাল ১১টায় এ বৈঠক শুরু হয়ে তা দুপুরে শেষ হয়।
উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের প্রভাব বিস্তার ঠেকানো নিয়ে আইনশৃঙ্খলা বৈঠক শেষেই তাৎক্ষণিকভাবে সিইসির কক্ষে জরুরি বৈঠক করেন নির্বাচন কমিশনাররা। এ ক্ষেত্রে মন্ত্রী-এমপিদের ভোটে প্রভাব বিস্তার ঠেকাতে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দেওয়ার চিন্তা করছে কমিশন। বিগত উপজেলা নির্বাচনেও এমন চিঠি দিয়েছিল ইসি। মাঠ প্রশাসনের সঙ্গে বৈঠকের শুরুতেই স্বাগত বক্তব্যে যে কোনো মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার তাগিদ দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আসন্ন উপজেলা নির্বাচনে বিশৃঙ্খলা ও সহিংসতার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, দেশে নির্বাচনে আবেগ-অনুভূতির জন্য কিছুটা বিশৃঙ্খলা হয়।বিস্তারিত