গাছ ও জলাশয় নেই ঢাকায় ♦ জলাধার আছে মাত্র ২ দশমিক ৯১ শতাংশ ♦ সবুজায়ন ৯ দশমিক ১২ শতাংশ ♦ কংক্রিট আচ্ছাদিত এলাকা ৮০ শতাংশ
রাজধানীর পান্থকুঞ্জ পার্কটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন। ২০১৭ সালে পার্কটির উন্নয়ন কাজ শুরু করে সংস্থাটি। কিছুদিন পর তা আবার বন্ধ হয়ে যায়। বর্তমানে পার্কটিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প বসানোর কার্যক্রম চলছে। সেজন্য পার্কটির অর্ধেকের বেশি…