উপজেলায় সংকট দুই দলে গৃহদাহ বাড়ছে আওয়ামী লীগে

উপজেলায় সংকট দুই দলে গৃহদাহ বাড়ছে আওয়ামী লীগে

উপজেলা নির্বাচন ঘিরে গৃহদাহ বাড়ছে আওয়ামী লীগে। জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সৃষ্ট সংকট নিরসন না হলেও নতুন করে ভাবাচ্ছে দলের উপজেলার কোন্দল। উপজেলা নির্বাচন ঘিরে দলের মাঠপর্যায়ে যেমন উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, তেমনি প্রতিদিনই একাধিক উপজেলায় নিজেদের ভিতরে সংঘাত-সহিংসতা হচ্ছে। এমনকি প্রাণহানির মতো ঘটনাও ঘটছে। যে কারণে বিভক্ত হয়ে পড়ছে মাঠের নেতারা।

ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনে বিএনপি দলগতভাবে অংশ নিচ্ছে না। তবে এ দলের কিছু নেতা-কর্মী অংশ নিচ্ছে। অধিকাংশ স্থানেই আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী এখন আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকরাও এ নির্বাচনে অংশ নিচ্ছে না। যে কারণে প্রতিযোগিতা আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগেই হচ্ছে। এ ছাড়াও অনেক উপজেলায় দলের এমপিরা প্রার্থী ঠিক করে দিচ্ছেন। কেউ কেউ পরোক্ষভাবে সমর্থন দিচ্ছেন। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগ অন্য কাউকে সমর্থন দিচ্ছেন। এসব নিয়েও দ্বন্দ্ব বাড়ছে।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ