দুই ট্রেনের সংঘর্ষ ২৪ ঘণ্টায়ও শেষ হয়নি উদ্ধারকাজ, শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে যাত্রীরা

দুই ট্রেনের সংঘর্ষ ২৪ ঘণ্টায়ও শেষ হয়নি উদ্ধারকাজ, শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে যাত্রীরা

ডিজিটাল ডেস্ক

গাজীপুরে তেলবাহী ট্রেন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষের ঘটনার ২৪ ঘণ্টা পরও উদ্ধারকাজ শেষ হয়নি। এতে চরম শিডিউল বিপর্যয়ে পড়েছে উত্তর-পশ্চিমাঞ্চলগামী ট্রেন। কাঙ্ক্ষিত ট্রেনের আশায় ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে অপেক্ষা করছেন যাত্রীরা।

জানা গেছে, গতকাল শুক্রবার (৩ মে) বিকাল ৪টার দিকে উদ্ধার কার্যক্রম শুরু হয়। উদ্ধারকাজ এখনও চলছে।

রংপুর এক্সপ্রেসের যাত্রী রুমানা আক্তার জানান, আজ শনিবার সকাল ৯টার ট্রেন ধরার জন্য সকাল সাড়ে ৮টা থেকে কমলাপুর রেল স্টেশনে অপেক্ষা করছেন তিনি। তবে দুপুর আড়াইটাতেও ট্রেন পাননি। এই তীব্র গরমে ভীষণ কষ্ট হচ্ছে বলেও জানান তিনি।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, পশ্চিমাঞ্চল ও ময়মনসিংহগামী প্রায় সব ট্রেনই দুই থেকে তিন ঘণ্টা বিলম্বে চলাচল করছে।

তিনি আরও বলেন, গতকাল জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার পর দ্বিতীয় লাইনটি পুনরুদ্ধার করতে না পারায় উত্তর-পশ্চিম রুটের ট্রেনগুলো জয়দেবপুরে সিঙ্গেল লাইন ব্যবহার করছে। তবে আজকের মধ্যে দ্বিতীয় লাইন পুনঃস্থাপনের বিষয়ে তারা আশাবাদী।

শীর্ষ সংবাদ সারাদেশ