উঁচু ভবনগুলো আধুনিক স্থাপত্যশিল্পের বিস্ময়। আর বিশ্বব্যাপী উঁচু ভবন নির্মাণের ইতিহাসও বেশি দিন আগের নয়। গত শতাব্দীর মধ্যভাগে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলোর নির্মাণকাজ শুরু হয়। মূলত ভবন নির্মাণের উপকরণ এবং নির্মাণশৈলীর উন্নতির ফলে উঁচু ভবনের সংখ্যা বেড়েছে। দেখে নেওয়া যাক, সেসব…
মানুষ প্রতিভাবান। প্রতিভা থেকে বারবারই মানবসভ্যতা লিপ্ত হয়েছে নানা প্রতিযোগিতায়। যা কেবল আজকের বিশ্বে নয়, আদিকাল থেকেই মানুষ পুরনো রেকর্ডকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়তে পছন্দ করত। যার উৎকৃষ্ট উদাহরণ- আধুনিক বিশ্বের স্থাপত্যশিল্প। উঁচু ভবনগুলো আধুনিক স্থাপত্যশিল্পের বিস্ময়। মূলত ভবন নির্মাণের উপকরণ এবং পদ্ধতির ব্যাপক উন্নতির ফলে বিশ্বের উঁচু ভবন বেড়েছে। তবে আধুনিক নির্মাণশৈলীর ইতিহাস বেশি দিন আগের নয়। বিগত কয়েক বছরে বিশ্ববাসী ভবন নির্মাণে এমন পরিবর্তন লক্ষ্য করেছে।
গত শতাব্দীর মধ্যভাগে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলোর নির্মাণকাজ শুরু হয়েছিল। বিশ্বজুড়ে এমন অসংখ্য স্থাপত্যশিল্প রয়েছে যেখানে স্থপতি বা প্রকৌশলীরা তাদের প্রতিভা প্রদর্শনের মাধ্যমে বিশ্ববাসীকে দেখিয়েছেন বিস্ময়কর ভবন। তন্মধ্যে অনেকগুলোর পরিকল্পনা এখনো নির্মাণের পর্যায়ে রয়েছে। যেমন : সৌদি আরবের জেদ্দা টাওয়ার। যার উচ্চতা ১ হাজার মিটারেরও বেশি। বায়োনিক টাওয়ার, চীনের অন্যতম একটি নির্মাণ প্রকল্প। যার শেষ হলে- ১ হাজার ২২৮ মিটার উচ্চতায় পৌঁছাবে। বিবিসি ‘আর্থ প্লানেট’-এর প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বিশ্বের উঁচু ভবনগুলোর নানা তথ্য…বিস্তারিত