চেয়ারম্যান প্রার্থীর টাকা বিতরণের ভিডিও ভাইরাল

চেয়ারম্যান প্রার্থীর টাকা বিতরণের ভিডিও ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন বুধবার। নির্বাচনের আগের দিন মঙ্গলবার (৭ মে) জাকির হোসেন নামের এক চেয়ারম্যান প্রার্থীর টাকা বিতরণের ভিডিও ভাইরাল হয়েছে। ছয় সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে দেখা যাচ্ছে দুপুর থেকে। পরে বিষয়টি নজরে আসে সবার।

জাকির হোসেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন একটি স্থানে দাঁড়িয়ে আছেন। তাঁর পাশে দাঁড়িয়ে এক ব্যক্তি।

এ সময় তাঁকে অনেক টাকা গুনে জনৈক ব্যক্তির হাতে দিতে দেখা যায়।
টাকা বিতরণের ভিভিও ভাইরাল হওয়া প্রসঙ্গে জাকির হোসেন সাংবাদিকদের বলেন, ‘শুধু নির্বাচন নয়, যেকোনো সময়ে আমার কাছে অসহায়, হতদরিদ্র লোক আসে সহায়তার জন্য। আমি কাকে, কখন টাকা দিয়েছি মনে পড়ছে না। আপনি যে ভিডিওর কথা বলছেন, সেটি আমি দেখিনি।

তবে আমি শিশুকাল থেকেই মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি।’
এ বিষয়ে রিটার্নিং অফিসার ও কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, ‘নির্বাচনে টাকা বিতরণ, কাউকে উপঢৌকন কিংবা অন্যান্য সুবিধা দেওয়া পরিষ্কার আচরণবিধি লঙ্ঘন। বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানলাম। ভিডিওটি দেখে তেমন কিছু পাওয়া গেলে ম্যাজিস্ট্রেটকে দিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

শীর্ষ সংবাদ সারাদেশ