নিজস্ব প্রতিনিধিঃ আজ ১০মে, শুক্রবার, বিকেল চারটায় রাজধানীর সন্নিকটে টঙ্গীর শিল্প সম্পর্ক শিক্ষায়তন (আইআরআই) হলরুমে ইউনাইটেড প্রেস ক্লাবের উদ্যোগে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় সারাবিশ্বের গণমাধ্যম কর্মীদের বছরের ৩ মে এই একটি দিন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় নবগঠিত জাতীয় পর্যায়ের সাংবাদিক সংগঠন ‘ইউনাইটেড প্রেস ক্লাব, বাংলাদেশ’ এর আয়োজনে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের এবারের প্রতিপাদ্য বিষয়:’ বৈশ্বিক পরিবেশগত সংকটে সাংবাদিকতা’ উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজমত উল্লা খান।
বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের উক্ত সেমিনার উদ্বোধন করেন ‘এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল’ এর বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ও ‘দি এশিয়ান এজ’ সম্পাদক, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব সেলিম ওমরাও খান।
‘ইউনাইটেড প্রেস ক্লাব, বাংলাদেশ’ এর আহবায়ক একেএম শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম বেদু, ডাঃ জালাল আহমেদ, সৈয়দ হোসেন সৈকত, নাসির উদ্দিন বুলবুল, রাশিদুল হাসান বুলবুল।
উক্ত সেমিনারের প্রধান আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট সাংবাদিক আবু জাফর সূর্য, সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন জনাব কামরুজ্জামান এবং স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব, মৃণাল চৌধুরী সৈকত।
‘ইউনাইটেড প্রেস ক্লাব, বাংলাদেশ’ এর উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব ওসমান আলী, এস এম মহসিন ইমাম, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শেখ শহীদ, শহিদুল ইসলাম খান, অ্যাডভোকেট কামাল খান, কাজী মোহাম্মদ সেলিম, ইফতেখার শিশির, খোকা আমিন, শেখ মনিরুজ্জামান জুয়েল, লায়ন আখতারুজ্জামান, শাহজাহান শোভন, রেজাউল কবীর রাজীব, কিশোর ডি কষ্টা, আওলাদ হোসেন,সাইদুর রহমান, রবিন আহমেদ, মাহফুজা ইসলাম, পারুল খান, হোসনে আরা হীরা প্রমুখ।
ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশের আয়োজনে উক্ত সেমিনারে টিমোনি মনি খান রিনোর সঞ্চালনায় অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত। দেশের গণমাধ্যমের ব্যক্তিবর্গ জাতীয় পর্যায়ের সাংবাদিক ও টঙ্গী তথা উত্তরার গণমাধ্যম কর্মীদের যেন এক মিলন মেলায় পরিণত হয়।