এবার যুদ্ধ কলেজে ভর্তির মানসম্মত কলেজ পাবে না ভালো ফল করা অনেক শিক্ষার্থী

এবার যুদ্ধ কলেজে ভর্তির মানসম্মত কলেজ পাবে না ভালো ফল করা অনেক শিক্ষার্থী

এসএসসি ও সমমানের ফল প্রকাশের পর এবার যুদ্ধ ভালো কলেজে ভর্তির। উত্তীর্ণ শিক্ষার্থীদের স্বপ্ন এখন পছন্দের কলেজে ভর্তি হওয়া। সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য কলেজ ও মাদরাসার সংকট না থাকলেও সংকট রয়েছে মানসম্মত কলেজের। সে হিসেবে ভালো ফল করা লাখ লাখ শিক্ষার্থী তাদের পছন্দের কলেজে ভর্তির সুযোগ পাবেন না। আগামী ২৬ মে থেকে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হবে। আর শেষ হতে পারে আগামী ১১ জুন। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত একাদশে ভর্তি কমিটির সভা থেকে এসব তথ্য জানা গেছে। খুব শিগগিরই ভর্তি কমিটি থেকে একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ করার কথা। এরপর অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে। আবেদনে চয়েস ও প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীরা কলেজে ভর্তির সুযোগ পাবেন। এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে পাস করেছেন ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ শিক্ষার্থী। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সারা দেশে কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। এ ছাড়া মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আসন রয়েছে আরও কয়েক লাখ। সবমিলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৮ লাখ। সে হিসেবে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা কলেজে ভর্তি হওয়ার পরও প্রায় ১১ লাখ আসন ফাঁকা থাকবে। তবে দেশে ভালো মানের কলেজ রয়েছে সর্বোচ্চ ২০০। আর এসব কলেজে ভর্তিযোগ্য আসন রয়েছে সর্বোচ্চ ১ লাখ। মূলত এ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কেন্দ্র করেই আগ্রহ থাকবে ভর্তিচ্ছুদের। অথচ সারা দেশে এসএসসি ও সমমানে সর্বোচ্চ ফলাফল জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ১২৯ শিক্ষার্থী। অর্থাৎ সর্বোচ্চ ভালো ফল করেও প্রায় ১ লাখ ছাত্রছাত্রী তাদের পছন্দের কলেজে ভর্তি হতে পারবেন না।বিস্তারিত

শিক্ষা শীর্ষ সংবাদ