বাংলাদেশের সঙ্গে সম্পর্কের আস্থা ও বিশ্বাস পুনর্নির্মাণ চায় যুক্তরাষ্ট্র। সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বিভিন্ন বৈঠকে যুক্তরাষ্ট্রের এ বার্তাই পৌঁছে দিয়েছেন। লু বলেছেন, বাংলাদেশে আমি এসেছি আস্থা ও বিশ্বাস পুনর্নির্মাণ করতে। অস্বস্তি দূর করে আমরা এখন সামনে তাকাতে চাই, পেছনে নয়। গতকাল সফরের দ্বিতীয় দিনে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। আজ সকালে ঢাকা ত্যাগ করবেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোর দায়িত্বে থাকা ডোনাল্ড লু। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর আলোচিত এ কর্মকর্তার এটাই ছিল প্রথম বাংলাদেশ সফর। ডোনাল্ড লু পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেন। উপস্থিত সবার উদ্দেশে সালাম-শুভেচ্ছা জ্ঞাপন করে লু বলেন, আমি দুই দিন ধরে ঢাকায় আছি দুই দেশের জনগণের মধ্যে নতুন করে আস্থা-বিশ্বাসের জায়গা তৈরি করার জন্য। এখানে একটি অবাধ, সুষ্ঠু এবং অহিংস নির্বাচন নিশ্চিতে গত বছর জুড়ে যুক্তরাষ্ট্র অনেক পরিশ্রম করেছে; যা আমাদের সম্পর্কে কিছুটা উত্তেজনা তৈরি করেছিল। যদিও এটি আমাদের সম্পর্কে খুবই সাধারণ বিষয়। কিন্তু এখন আমরা সামনে এগিয়ে যেতে চাই, মোটেও পেছনে ফিরতে চাই না। আমরা আমাদের সম্পর্ক দৃঢ় করার উপায় খুঁজে বের করতে চাই। দুই দেশের মধ্যে এখনো অনেক অস্বস্তিকর ইস্যু রয়েছে জানিয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা, শ্রম অধিকার, মানবাধিকার, ব্যবসায়িক পরিবেশের সংস্কারসহ আরও অনেক ইস্যু রয়েছে, যা নিয়ে আমি পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যদের সঙ্গে কথা বলেছি। বিস্তারিত