ভোটের হার নিয়ে উদ্বেগ উদ্বিগ্ন হওয়ার কথা রাজনৈতিক দলের ও নেতাদের, ইসির নয় – আহসান হাবিব খান

ভোটের হার নিয়ে উদ্বেগ উদ্বিগ্ন হওয়ার কথা রাজনৈতিক দলের ও নেতাদের, ইসির নয় – আহসান হাবিব খান

উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন। উপস্থিতি বাড়াতে মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা আরও জোরদার করতে নির্দেশনা দিয়েছে সাংবিধানিক এ সংস্থাটি। নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এ নির্দেশনা দিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। বৈঠকে সারা দেশের মাঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিগত তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের যে হার ছিল, ষষ্ঠ নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপে এসে দেখা গেল, এটিই সবচেয়ে কম ভোটের হার। ৮ মে প্রথম ধাপের নির্বাচনে ভোটের হার ছিল ৩৬.১০। দ্বিতীয় ধাপে ছিল ৩৭.৫৭ শতাংশ। দ্বিতীয় ধাপে ভোটের হার প্রথম

ধাপের চেয়ে বেড়েছিল।বিস্তারিত

 

ইসি সূত্র বলছে, ২০১৯ সালের পঞ্চম উপজেলা নির্বাচনে গড়ে ৪১ শতাংশের বেশি ভোট পড়ে। ২০১৪ সালে চতুর্থ উপজেলা নির্বাচনে ৬১ শতাংশ এবং ২০০৯ সালে তৃতীয় উপজেলা নির্বাচনে ৬৭.৬৯ শতাংশ ভোট পড়ে। দেশের ৪৯৫টি উপজেলায় চার ধাপে ভোট হচ্ছে। ২৯ মে তৃতীয় ধাপে ১১২ উপজেলায় এবং ৫ জুন চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট হওয়ার কথা আছে। বিশ্লেষকরা বলছেন, স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের বাইরে তেমন কেউ প্রার্থী হচ্ছেন না। ফলে মানুষ ভোট নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন। সব দলের অংশগ্রহণে ভোট না হওয়ায় ভোটাররা কেন্দ্রে আসার উৎসাহ হারাচ্ছেন।

জাতীয় শীর্ষ সংবাদ