রাজধানীতে জাল টাকাসহ প্রস্তুতকারী গ্রেপ্তার

রাজধানীতে জাল টাকাসহ প্রস্তুতকারী গ্রেপ্তার

ডিজিটাল ডেস্ক

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে জালনোট প্রস্তুতকারী হৃদয় মাতব্বরকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। শুক্রবার (৭ জুন) র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে অভিযান চালিয়ে বিপুল জালনোটসহ তাকে গ্রেপ্তার করা হয়।অভিযানে হৃদয়ের কাছ থেকে জালনোট তৈরিতে ব্যবহৃত একটি সিপিইউ, একটি মনিটর, একটি প্রিন্টার, একটি রাউটার, একটি পেপার কাটার, ৯টি ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড, তিনটি ভুয়া ভারতীয় এনআইডি কার্ডের ফটোকপি ও ৬০ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হোসেন বলেন, ‘আসন্ন ঈদুল আজহাকে টার্গেট করে বিপুল পরিমাণ জালনোট বাজারে সরবরাহের পরিকল্পনা করেছিলেন হৃদয়। প্রতি ১ লাখ টাকার জাল নোট ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করলেও ঈদে চাহিদা বেড়ে যাওয়ায় ১৫ হাজার টাকায় বিক্রি করছিলেন তিনি।’

অপরাধ জাতীয় শীর্ষ সংবাদ