ইয়াবা ১১ আন্তর্জাতিক রুটে

ইয়াবা ১১ আন্তর্জাতিক রুটে

দেশে ইয়াবা প্রবেশের ঢল নেমেছে অপ্রচলিত ১১ আন্তর্জাতিক রুটে। সীমান্তবর্তী ৯ জেলার বিভিন্ন পয়েন্ট হয়েই আসছে ইয়াবার চালান। মূলত ইয়াবা প্রবেশদ্বার খ্যাত কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী মিয়ানমার অংশ সংঘাতপূর্ণ হয়ে ওঠার পর ইয়াবা মাফিয়ারা অপ্রচলিত রুট ব্যবহার করে দেশে নিয়ে আসছে বড় বড় চালান।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা বলেন, ‘অপ্রচলিত রুট ব্যবহার করে ইয়াবা আসছে তা আমাদেরও নজরে এসেছে। কয়েকটি চালান আমরাও জব্দ করেছি। অপ্রচলিত রুট ব্যবহার বিষয়টি খুবই সুক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছি।’

র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম বলেন, ‘নতুন রুট ব্যবহার করে ইয়াবা পাচারের সময় আমরা একাধিক চালান জব্দ করেছি। তাই সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নতুন পথে ইয়াবা পাচার রোধে বিজিবির সঙ্গে যৌথভাবে কাজ করছে র‌্যাব।’বিস্তারিত

শীর্ষ সংবাদ সারাদেশ