গণপদযাত্রা রাষ্ট্রপতিকে স্মারকলিপি কোটা নিয়ে হার্ডলাইন আন্দোলনকারীদের আলটিমেটাম

গণপদযাত্রা রাষ্ট্রপতিকে স্মারকলিপি কোটা নিয়ে হার্ডলাইন আন্দোলনকারীদের আলটিমেটাম

নিজস্ব ও বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

 

 

সরকারি চাকরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে গণপদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। সেই সঙ্গে মামলা তুলে নিতে পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে তারা।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একই দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপিও প্রদান করবে তারা। পাশাপাশি জেলা শহরগুলোতে শিক্ষার্থীরা পদযাত্রা নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেবে। সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের পক্ষে কয়েকজন বক্তব্য দেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আজ রবিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শিক্ষার্থীরা গণপদযাত্রায় অংশ নেবেন। এরপর শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সাত কলেজ ও ঢাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করবে। এ ছাড়াও বিভিন্ন জেলায় অবস্থানরত শিক্ষার্থীরা পদযাত্রা নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেবে। তিনি আরও বলেন, আমাদের বাংলা ব্লকেডকে গণদুর্ভোগ দেখানো হয়েছে। কিন্তু প্রসব বেদনা ছাড়া সন্তান ভূমিষ্ঠ হওয়া সম্ভব নয়। আমরা যা করছি তা জাতির স্বার্থেই করছি।

নাহিদ ইসলাম বলেন, সরকারে উচিত ছিল প্রথম থেকেই শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধানে আসা। কিন্তু সরকার তা না করায় আমাদের রাস্তায় নামতে হচ্ছে। সরকারদলীয় ছাত্র সংগঠন ও পুলিশের মাধ্যমে আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্রসমাজ দমবে না। আমাদের ছাত্র ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে। তিনি বলেন, যারা বৃহস্পতিবার ক্যাম্পাসে বহিরাগত এনেছিল, বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের ওপর যারা হামলা করেছিল তাদের বিচারের আওতায় আনতে হবে। শাহবাগ থানায় আন্দোলনকারীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা করা হয়েছে। সেখানে পুলিশ বলছে যে, শিক্ষার্থীরা তাদের ক্ষতি সাধন করেছে। কিন্তু সেদিন আমরা যখন পুলিশকে জিজ্ঞেস করেছিলাম তখন পুলিশ বলেছিল, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষতি যদি হয় তাহলে অজ্ঞাতনামা মামলা দেওয়ার প্রয়োজন নেই, আমাদের নামেই মামলা দিতে পারেন। এ সময় পুলিশকে মামলা তুলে নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তিনি। সারজিস আলম বলেন, শিক্ষকরা যখন ক্লাস বন্ধ করে আন্দোলনে নেমেছেন তখন শিক্ষার্থীরা ক্লাসে বসে থাকেনি। শিক্ষকদের যৌক্তিক দাবিতে শিক্ষার্থীরা সমর্থন দিয়েছে। কিন্তু শিক্ষার্থীদের বেলায় তারা সহযোগিতামূলক আচরণ করছেন না। বর্তমানে ছাত্র-শিক্ষকের সম্পর্কে যে অবনতি হয়েছে তার কারণ শিক্ষকদের এমন আচরণ। আমরা যেন এমন না দেখি যে শিক্ষকরা ক্লাসে গিয়ে বসে আছেন আর আমাদের ক্লাসে ফেরার জন্য চাপ দিচ্ছেন।
আসিফ মাহমুদ বলেন, সরকার বরাবরই দায় এড়ানোর জন্য হাই কোর্টকে ব্যবহার করছে। কিন্তু হাই কোর্ট জানিয়েছে যে, সরকার যদি চায় তাহলে ৫টি কোটাকে পরিবর্তন-পরিমার্জন করতে পারে। হাই কোর্ট এই এখতিয়ার সরকারকে দিয়েছে।

জাবিতে গণসংযোগ, সমন্বয়ক কমিটি ঘোষণা : জাবি প্রতিনিধি জানান, কোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দিনব্যাপী গণসংযোগ করেছে আন্দোলনকারীরা। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও সোশ্যাল মিডিয়া ফেসবুকে এ গণসংযোগ করতে দেখা গেছে শিক্ষার্থীদের।

গতকাল রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে চলমান আন্দোলন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ ইসলাম মেঘ এ কমিটি ঘোষণা করেন। ৩৮ সদস্যের এ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের ২৪ জন শিক্ষার্থীকে সমন্বয়ক এবং ১৪ জনকে সহসমন্বয়ক হিসেবে রাখা হয়।

শিক্ষার্থীরা বলেন, আজকের বঙ্গভবনের উদ্দেশে গণপদযাত্রায় জাবির কয়েকজন প্রতিনিধি অংশ নিবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দেন তারা।

জবিতে সমন্বয়ক কমিটি : জবি প্রতিনিধি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে মেহেরুন্নেসা নিদ্রাকে প্রধান সমন্বয়ক ও মো. মারুফুল ইসলামকে সহ-সমন্বয়ক করা হয়েছে।

গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর সমন্বয়কারীদের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবদুল হান্নান মাসুদ এবং সহসমন্বয়ক আবু সাইদ উপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে রেললাইনে অবস্থান : রাজবাড়ী প্রতিনিধি জানান, কোটা সংস্কারের দাবিতে রাজবাড়ী রেলস্টেশনের সামনে গতকাল রেললাইনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এ সময় ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস আটকে দেন তারা। ফলে সাময়িকভাবে রেল যোগাযোগ বাধাগ্রস্ত হয়। পরে পুলিশ এসে আন্দোলনকারীদের সরিয়ে দিলে রেল চলাচল স্বাভাবিক হয়। গতকাল বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

জাতীয় শীর্ষ সংবাদ