ঢাবিতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাবিতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

 

নিজস্ব প্রতিবেদক

 

অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৯টায় বিজিবির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা দিয়ে প্রবেশ করে ভিসি চত্ত্বরের চারপাশে অবস্থান নিতে দেখা যায়। সেই সঙ্গে মোতায়েন রয়েছে কয়েক শতাধিক পুলিশ সদস্য।

এদিকে বিজিবির সদস্যরা আসার আগেই আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি চত্ত্বরে অবস্থান নিয়ে কর্মসূচি ঘোষণা করে হলে চলে যায়।

এর আগে, সন্ধ্যা ৭টায় বিজিবি সদস্যরা ভিসি চত্ত্বর হয় কেন্দ্রীয় শহীদ মিনার যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। তখন বিজিবি সদস্যরা গাড়ি ঘুরিয়ে চলে যায়।

শিক্ষা শীর্ষ সংবাদ