স্থবির যানবাহন ভোগান্তি সড়ক-মহাসড়ক রেলপথ অবরোধ, ঢাকার সঙ্গে বিভিন্ন অঞ্চলের যোগাযোগ বন্ধ

স্থবির যানবাহন ভোগান্তি সড়ক-মহাসড়ক রেলপথ অবরোধ, ঢাকার সঙ্গে বিভিন্ন অঞ্চলের যোগাযোগ বন্ধ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গতকালও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সড়ক-মহাসড়ক- রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে রাজধানীর সঙ্গে বিভিন্ন অঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। গাড়ির চাকা বন্ধ হয়ে যায় আঞ্চলিক সড়কগুলোতেও। ঢাকার প্রধান সড়কগুলোতে ঘোরেনি গাড়ির চাকা। যান চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। রাজধানীতে অনেককে ৫-৭ কিলোমিটার হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। অনেকে জরুরি দাপ্তরিক কাজ সারতে রাজধানীতে আসতে পারেননি। বিপাকে পড়েন মুমুর্ষূ রোগীরা। গতকাল সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে আন্দোলনে যোগ দেয় বিভিন্ন কলেজ ও স্কুল শিক্ষার্থীরা। রাজধানীর সাইন্সল্যাব মোড়, গাবতলী-মোহাম্মদপুর বেড়িবাঁধ, নতুন বাজার, মধ্যবাড্ডা, নর্দা, কুড়িল বিশ্বরোড, মহাখালী, বনানী, মিরপুর, মতিঝিল, বেইলী রোড, বাসাবো, পুরান ঢাকার বিভিন্ন সড়কসহ অনেক স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রাস্তা অবরোধের কারণে সড়কগুলোতে শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। বিক্ষোভে বন্ধ হয়ে যায় দেশের বিভিন্ন মহাসড়কও। এতে রাজধানীর সঙ্গে অনেক এলাকার যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঢাকার মহাখালী, গাজীপুর ও চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলপথ অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে রেলপথ অবরোধ করে রাখায় রাজধানী কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গাজীপুরে রেলপথ অবরোধ করে রাখায় বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস আটকে থাকে।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ