বিখ্যাতদের ভাগ্যে টাইটানিক ট্র্যাজেডি

বিখ্যাতদের ভাগ্যে টাইটানিক ট্র্যাজেডি

‘আরএমএস টাইটানিক’ জাহাজটির নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ব্রিটিশ শিপিং কোম্পানি ‘হোয়াইট স্টার লাইন’-এর মালিকানাধীন জাহাজ; যা ১১২ বছর ধরে আটলান্টিক মহাসাগরের গভীরে সমাহিত রয়েছে। জাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দাবিকৃত সেই ‘আনসিংকেবল টাইটানিক’ আজ কেবল এক করুণ নিয়তি। বিশ্বের সর্ববৃহৎ ও বিলাসবহুল জাহাজটি  ১৯১২ সালের ১৪ এপ্রিল প্রথম সমুদ্রযাত্রায় বেরিয়ে সমুদ্রের তলে হারিয়ে যায়…

 

বিখ্যাত জাহাজ ‘আরএমএস টাইটানিক’। ‘আরএমএস’-এর অর্থ ‘রয়্যাল মেল স্টিমার’। ব্রিটিশ শিপিং কোম্পানি হোয়াইট স্টার লাইনের মালিকানাধীন জাহাজ ছিল এটি। বলা হতো, আনসিংকেবল টাইটানিক। অর্থাৎ টাইটানিক নাকি ডুবতে পারে না। কিন্তু টাইটানিক জাহাজটি তার প্রথম সমুদ্রযাত্রাতে এক করুণ পরিণতির মুখোমুখি হয়েছিল। ১৯১২ সালের ১৫ এপ্রিল আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল টাইটানিক। ১৫১৭ জন প্রাণ হারান সেদিন। উদ্ধার করা গিয়েছিল ৭০০ জন যাত্রীকে। যাত্রীদের মধ্যে যারা দুঃখজনকভাবে মারা গেছেন, তারা তৎকালীন সময়ের কিছু ধনী এবং সবচেয়ে বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। এর দীর্ঘ ৭৩ বছর পর ১৯৮৫ সালে যন্ত্রচালিত অনুসন্ধানের পর টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পান একদল বিজ্ঞানী। রবার্ট বালার্ড নামক ফরাসি বিজ্ঞানী টাইটানিককে খুঁজে বের করেন। ২০২৪ সালে টাইটানিক ট্র্যাডেজির ১১২ বছর পূর্ণ হলো। এই বিখ্যাত ট্র্যাজেডি নিয়ে বেশ কয়েকটি বই এবং চলচ্চিত্র ব্যাপক সাড়া ফেলেছে।বিস্তারিত

বিচিত্র খবর শীর্ষ সংবাদ