রাজধানীর কারওয়ানবাজারে বেসরকারি সফটওয়্যার ভিত্তিক সংগঠন বেসিস (এসোসিশেন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস)-এর নির্বাহী পরিষদ বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সংগঠনটির অফিস ঘেরাও করেছে। শিক্ষার্থীদের দাবি, বেসিসের এক্সিকিউটিভ কাউন্সিল বিগত ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ঠ। চলতি বছরের প্রথম দিকে তিন বছরের জন্য গঠিত বেসিসের কমিটি জোরপূর্বক দেওয়া হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কাওরানবাজারের বিডিবিএল ব্যাংক ভবনের লেভেল-৫ এ অন্তত দুই শতাধিক শিক্ষার্থী বেসিস অফিস ঘেরাও করে। এ সময় বেসিসের সহসভাপতি (প্রশাসন) সৈয়দ মোহাম্মদ কামালকে শিক্ষার্থীরা তার কক্ষে অবরুদ্ধ করে রাখে। বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ অফিস থেকে পালিয়ে যান। শিক্ষার্থীরা বেসিসের নির্বাহী কাউন্সিলের সভাপতিসহ ১১ জনকে পদত্যাগ করার দাবিতে শ্লোগান দেয়।
ঘটনার পর তেজগাঁও থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা বেসিসের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে নির্বাহী কাউন্সিলের সদস্যদের পদত্যাগের দাবি করে বক্তব্য রাখে হাসনাত শাহরিয়ার তপু ও মাশরাফি।