দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জানালেন, ‘ড. ইউনূস তাঁর পুরনো বন্ধু। নতুন বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্কের দ্বার উন্মোচন করতে মুখিয়ে আছে তাঁর দেশ। এখন থেকে বাংলাদেশ হবে মালয়েশিয়ার ‘কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’। অর্থাৎ কৌশলগত অংশীদার থেকে একধাপ এগিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতাকে ‘ব্যাপক কৌশলগত অংশীদারি’ সম্পর্কে উন্নীত করার ঘোষণা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। গতকাল এক দিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব ঘোষণা, অঙ্গীকার ও প্রতিশ্রুতি তুলে ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিগত সরকারের সময় বাংলাদেশি শ্রমিকদের জন্য বন্ধ হয়ে যাওয়া দেশটির শ্রমবাজার খুলে দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিশ্রুতি রক্ষায় প্রথম পর্যায়ে বাংলাদেশ থেকে ১৮ হাজার শ্রমিক নেওয়ার ঘোষণা দেওয়া হয়। শুধু তাই নয়, বাংলাদেশ পূর্বমুখী সহযোগিতা সম্পর্ক সম্প্রসারণে আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ’ হওয়ার যে প্রত্যাশা করছে, সেই প্রত্যাশা পূরণেও তিনি সহায়তা করার প্রতিশ্রুতি দেন। বাংলাদেশি পণ্যে হালাল সার্টিফিকেশনে দক্ষতা বাড়াতে টেকনিক্যাল সহায়তার কথাও জানান।
এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন মালয়েশীয় প্রধানমন্ত্রী। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে একমত প্রকাশ করেন আনোয়ার ইব্রাহিম। সেই সঙ্গে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দেন তিনি। মালয়েশীয় প্রধানমন্ত্রী জানান, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রয়েছে তাঁর। তিনি বিশ্বাস করেন, বাংলাদেশ এগিয়ে যাবে এবং সর্বাত্মক সহযোগিতা থাকবে।বিস্তারিত